হোম > রাজনীতি

জিয়া শিশু একাডেমির ‘কমলপদক’ পেলেন যারা

আজকের পত্রিকা ডেস্ক­

জিয়া শিশু একাডেমির ‘কমলপদক’ ২০২৪ ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নয় বিভাগে মোট ১১ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ১লা বৈশাখ এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচিত গুণীজনদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার জিয়া শিশু একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুদের মাঝেই আজ এবং আগামীর বাংলাদেশ এই আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। শিশুদের অকৃত্রিম বন্ধু, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি শিক্ষা-সাংস্কৃতিক প্রবর্তক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যাঁরা শিশুদের শিক্ষা-সাংস্কৃতিক বিকাশ, স্বাস্থ্যসেবা, অধিকার রক্ষা এবং দেশ-জাতির উন্নয়নে নিবেদিত আছেন, সে সকল ব্যক্তিত্বদের সম্মানিত ও অনুপ্রাণিত করতে ১৯৯৮ সন থেকে তাঁর ডাক নামানুসারে ‘কমলপদক’ প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কমলপদক’ ২০২৪ মনোনীত ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হলো। আগামী ১লা বৈশাখ (১৪ এপ্রিল) অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘কমলপদক’ ২০২৪ বিতরণ করা হবে।

নির্বাচিত গুণীজনেরা হলেন— ১) শিক্ষানুরাগী বিভাগে দানবীর আবদুল কাদির মোল্লা, ২) শিক্ষায় অধ্যাপক সাইফুর রহমান ভূঁইয়া, ৩) শিল্প সাহিত্যে কবি আব্দুল হাই শিকদার, ৪) সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্পী আলম আরা মিনু (সংগীত), চিত্রনায়িকা রওশন আরা রোজিনা (অভিনয়), গুরু বেলায়েত হোসেন খান (নৃত্য), ৫) উন্নয়ন ও কল্যাণে জনাব ফয়সাল আহম্মেদ চৌধুরী,৬) মিডিয়া ব্যক্তিত্ব জনাব সালাহউদ্দিন আহমেদ, ৭) ছাত্র অধিকার রক্ষায় জনাব বিন ইয়ামিন মোল্লা, ৮) সমাজসেবায় জনাব এস. শরফুদ্দিন আহমেদ সান্টু, ৯) প্রবাসী কল্যাণে জনাব মনজু খান।

দেশের শিশুদের শিক্ষা-সাংস্কৃতিক বিকাশ ও অধিকার রক্ষায় এবং দেশ-জাতির উন্নয়নে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ‘কমলপদক’ দিয়ে থাকে।

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে