হোম > রাজনীতি

চুরির টাকা পূরণে জিনিসপত্রের দাম বাড়ায় সরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিভিন্ন খাতে লুটপাট ও চুরি করে সেই চুরির ক্ষতি পূরণ করতেই জিনিসপত্রের দাম বাড়ায় সরকার।’ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। 

রোববার (০৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ রক্ষা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২২ ’-এর আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার জনগণের গলা কাটার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে। কিছুদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা চুরি করা টাকা মেকআপ করতে এসব খাতে দাম বাড়াচ্ছে। ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজকে। এদিকে চলছে সাধারণ মানুষের আহাজারি। তারা বাজারে গিয়ে তেল পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না।’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নূরুল ইসলাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ। 

দ্রব্যমূল্য বাড়ার বিষয়ে রিজভী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৬৪ জেলায় উৎসব করবেন। কিন্তু কোটি কোটি মানুষের পেটে যে হাবিয়া দোজখের আগুন জ্বলছে, সেটা প্রধানমন্ত্রী টের পাননি। কারণ যেসব সিন্ডিকেট দাম বাড়াচ্ছে, তারা ক্ষমতাসীন দলের লোক। এরা মন্ত্রীদের সঙ্গে যেদিনই কথা বলেছেন, তার পরদিনই সেই সব জিনিসের দাম বেড়েছে। তারা পরিকল্পিতভাবে সরকারের মন্ত্রীদের সঙ্গে আঁতাতের মাধ্যমেই দাম বাড়াচ্ছে।’ 

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল