হোম > রাজনীতি

চুরির টাকা পূরণে জিনিসপত্রের দাম বাড়ায় সরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিভিন্ন খাতে লুটপাট ও চুরি করে সেই চুরির ক্ষতি পূরণ করতেই জিনিসপত্রের দাম বাড়ায় সরকার।’ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। 

রোববার (০৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ রক্ষা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২২ ’-এর আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার জনগণের গলা কাটার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে। কিছুদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা চুরি করা টাকা মেকআপ করতে এসব খাতে দাম বাড়াচ্ছে। ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজকে। এদিকে চলছে সাধারণ মানুষের আহাজারি। তারা বাজারে গিয়ে তেল পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না।’ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নূরুল ইসলাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ। 

দ্রব্যমূল্য বাড়ার বিষয়ে রিজভী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৬৪ জেলায় উৎসব করবেন। কিন্তু কোটি কোটি মানুষের পেটে যে হাবিয়া দোজখের আগুন জ্বলছে, সেটা প্রধানমন্ত্রী টের পাননি। কারণ যেসব সিন্ডিকেট দাম বাড়াচ্ছে, তারা ক্ষমতাসীন দলের লোক। এরা মন্ত্রীদের সঙ্গে যেদিনই কথা বলেছেন, তার পরদিনই সেই সব জিনিসের দাম বেড়েছে। তারা পরিকল্পিতভাবে সরকারের মন্ত্রীদের সঙ্গে আঁতাতের মাধ্যমেই দাম বাড়াচ্ছে।’ 

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ