হোম > রাজনীতি

বাজার সিন্ডিকেট দমন সরকারের বড় চ্যালেঞ্জ: হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের দমন করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। আজ শুক্রবার বিকেলে জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘সরকারের সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো—সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন, জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবিলা ও দমন এবং বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো।’ 

জাতীয় যুব জোটের সভায় জাসদ সভাপতি বলেন, ‘নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে সরকারের সঙ্গে যত দ্বন্দ্ব কিংবা বিরোধই থাকুক না কেন, রাষ্ট্রের শত্রু জঙ্গি ও সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনে আমাদের একমত থাকতে হবে। ২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্দ্ব, বিরোধ যতই থাকুক না কেন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনে-বর্জনে এবং মীমাংসিত বিষয়ে একমত থাকতে হবে।’ 

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় আরও বক্তব্য রাখেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহসভাপতি আশিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন প্রমুখ।

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াত

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান