বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। আজ সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে তাঁদের জামিনের আবেদন উপস্থাপন করা হয়। পরে আদালত আবেদন দুটি শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন।
আদালতে জামিনের আবেদন উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওন প্রমুখ।
গত ৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাঁদের বাসভবন থেকে নিয়ে যায় ডিবি। ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাঁদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।