হোম > রাজনীতি

জনগণ দিশেহারা, আ. লীগ ব্যস্ত লুটপাটে: অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অথচ আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত। তারা মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে জনগণের সম্পদ লুটপাট করছে।’

২৬ অক্টোবর (বুধবার) এলডিপির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান প্রশ্নের ঊর্ধ্বে নয়। অনেকেই বর্তমান সরকারের পূজারি হিসেবে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক, অসামাজিক কার্যকলাপ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দুর্নীতি, অন্যায়, অবিচার এবং নির্যাতন সমাজের রন্ধ্রে-রন্ধ্রে প্রবেশ করেছে।

অলি আহমেদ বলেন, বর্তমান সরকার মনে করে আওয়ামী লীগ হলো দেশের মালিক এবং তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা হলো এর স্বত্বাধিকারী। গত ১৩ বছর দেশে মানবাধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং জবাবদিহি নাই বললেই চলে। এর সুযোগ নিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নেতা কর্মী এবং কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এলডিপি প্রেসিডেন্ট দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অঙ্গীকার। এলডিপি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। এলডিপি জন্ম থেকে আজ পর্যন্ত—দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

জাইমা রহমানের সেলফিতে যে বই নিয়ে আলোচনায় মেতেছে নেটিজেনরা

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

বাসায় পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা, গণপরিবহনশূন্য মহাসড়ক

এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, ভিড় বাড়ছে নেতা-কর্মীদের

তারেক রহমানের ফেরা উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

তারেক রহমানের প্রত্যাবর্তন: সংবর্ধনা মঞ্চে শরিক দলের নেতারা

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা, তারেক রহমানকে সমর্থন

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঘোড়ার গাড়িতে করে ৩০০ ফুটের দিকে যাত্রা

ঐক্যবদ্ধভাবে কাজ করব, তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিস