ঢাকা: সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের মশকরা সহ্য করতে পারেননি জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা। মাইক ছাড়াই তীব্র প্রতিবাদ শুরু করেন তিনি। অবশেষে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এমন ঘটনা ঘটেছে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির হারুনুর রশিদ বলেন, ‘আমাকে সময় দিবেন স্পিকার। কারণ বিরোধী দলনেতা তো আমি।’ ঠাট্টাচ্ছলে কথাটি বললেও তীব্র প্রতিক্রিয়া দেখান জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গা। মাইক ছাড়াই প্রতিবাদ জানাতে থাকেন তিনি।
তখন হারুনুর রশিদ বলেন, ‘স্পিকার, আমি আপনার প্রটেকশন চাই।’ স্পিকার রাঙ্গাকে আশ্বাস দিয়ে বলেন, হারুনুর রশিদের এই বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। এরপর শান্ত হন রাঙ্গা।
উল্লেখ্য, দশম ও একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
বিএনপির সাংসদ হারুন এরপর পাসপোর্ট থেকে ইসরায়েল গমনে নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞাসংবলিত শব্দ তুলে দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশে সকলের জন্য আইনের শাসন নেই। ৫০ বছর পর পাসপোর্ট থেকে আপনি ইসরায়েল শব্দটি বাদ দিলেন। নিঃসন্দেহে এটি অগ্রহণযোগ্য এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত। এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব।’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধেরও দাবি জানান তিনি।
সরকারি দলের মন্ত্রী–এমপিরা বিএনপিকে নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকছেন মন্তব্য করে হারুন বলেন, ‘বাইরে যখন চলাফেরা করি তখন খুব লজ্জা লাগে। আমাদের মুখে কাপড় দিতে হয়। অনেক ব্যক্তি আমাদের উপহাস করে বলেন, “আপনারা কি সরকারি দলের মন্ত্রীদের ভাড়া করেছেন?” কিছু কিছু মন্ত্রী সারা দিন সকালে একবার বিকেলে একবার বিএনপিকে নিয়ে কথা বলছেন। মনে হচ্ছে তাঁরা আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা। তাঁরা বিএনপির দায়িত্বশীল ব্যক্তি।’