হোম > রাজনীতি

মাঠে থেকেই নৈরাজ্যের জবাব দেব: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিএনপিকে হুঁশিয়ার করে বলেছেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। তিনি যদি (তারেক রহমান) এত বড় নেতাই হয়ে থাকেন, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।’ 

আজ শুক্রবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। সমাবেশে শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন। সমাবেশ থেকে নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের জবাব দিতে মাঠে থাকার ঘোষণা দেন তিনি। 

পরশ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।’ 

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন আবার বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে।’ 

যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ পরশ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন, বিএনপি-জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতা-কর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।’ 

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ