রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। আজ রোববার দুপুরের পর তিনি বাসায় ফিরবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবীর আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'ম্যাডাম (খালেদা জিয়া) এখন ভালো আছেন। আজ দুপুরের পরই বাসায় ফিরবেন তিনি।'
গত ১২ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়।
দেশের চিকিৎসাকেন্দ্রে খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় বলে অনেক দিন ধরেই তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু আইনি জটিলতার কারণে বিদেশে যাওয়ার সুযোগ নেই শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি পাওয়া খালেদার। এ বিষয়ে অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করে পরিবার। কিন্তু সেই আবেদনে এখনো সাড়া মেলেনি।