হোম > রাজনীতি

গাজীপুরের ঘটনায় ‘দালাল মিডিয়ার’ শাস্তি চান সারজিস আলম

আজকের পত্রিকা ডেস্ক­

সারজিস আলম। ফাইল ছবি

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। কিছু গণমাধ্যম এই ঘটনাকে ‘ছাত্র-জনতার ওপর স্থানীয়দের হামলা’ হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

এ বিষয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচারের ক্যাপশন সংযুক্ত করে পোস্ট দেন তিনি।

সারজিস আলম দাবি করেন, হামলা স্থানীয়রা নয়, বরং আওয়ামী সন্ত্রাসীরা করেছে। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং সত্য গোপন করছে। সারজিস সতর্ক করে বলেন, ‘এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে।

সারজিস আলম তাঁর ফেসবুকে বলেন, ‘সময় টিভির ন্যারেটিভটা দেখেন! গাজীপুরের ছাত্রদের ওপর স্থানীয়দের হামলা! ভাশুরের নাম মুখে নিতে এখনো এদের লজ্জা করে। মোজাম্মেল সাবেক মন্ত্রী নয়, খুনি হাসিনা ও স্বৈরাচারের দোসর এবং ভুয়া মুক্তিযোদ্ধা।’

তিনি আরও লেখেন, ‘হামলাটা স্থানীয়রা করেনি, আওয়ামী সন্ত্রাসীরা করেছে। এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে দশ বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। এরা এখনো দালালি করে, শব্দ দিয়ে দালালি করে।’

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা