বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অনশন ঘিরে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই অনশনস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন সতর্ক অবস্থানে।
আজ শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন দলটির নেতাকর্মীরা। এতে বিএনপির অঙ্গসংগঠনসহ সমমনা দলগুলো একাত্মতা প্রকাশ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির জন্য দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
অনশন চলাকালীন পল্টন মোড়, কাকরাইল মোড়, ফকিরাপুল মোড়, শান্তিনগর, মালিবাগ, মগবাজার ও শাহবাগসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে গাড়ির অনেক চাপ রয়েছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত শনিবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।