হোম > রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জাতির সঙ্গে প্রতারণা: ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিবেচকের মতো নেওয়া হয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জ্বালানি তেলের অসম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন দলটির নেতা-কর্মীরা।   

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা। 

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারী সিদ্ধান্ত, যা অবিবেচকের মতো নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে। অতি দ্রুত সাধারণ জনগণের কথা বিবেচনা করে তেলের দাম প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। 

বক্তাদের দাবি, বৈশ্বিক বাজারে তৈলের মূল্য যখন কমেছে, তখন দেশে জ্বালানি তেলের মূল্য কমেনি। সরকারনিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসাজশে আবার গাড়িভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরকার প্রতারণা করবে নিঃসন্দেহে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকেরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মুহিউদ্দীন হামিদী, যুবনেতা আবু নাসের মুসা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ শরীফ, রাসেল আহমদসহ আরও অনেকেই। 

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের