হোম > রাজনীতি

খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে ভয়ের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেছে। চূড়ান্ত রিপোর্টেও উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার দিবাগত রাতেই (আনুমানিক দেড়টা) আমরা ম্যাডামের সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পেয়েছি। আগে যা বলছি, এ রিপোর্টে ও তাই দেখা গেছে। তার ফুসফুসে করোনার মিনিমাম ইনভলভমেন্ট আছে। তবে ভয়ের কিছু নাই।'

চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী রাত থেকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ডা. জাহিদ।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। সিটি স্ক্যান শেষে রাতেই আবার তাকে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান বিশেষজ্ঞ চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী। ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও এক সময় সিটি স্ক্যান করানো হবে। '

গত রোববার বিকেলে খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জুমে বৈঠক করে তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। জোবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ