হোম > রাজনীতি

নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার বেলা ১১টার পর থেকে নির্বাচন ভবনের সামনে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। সংবাদ সম্মেলনে ১১টার কথা বললেও পরবর্তীতে দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবি ও র‍্যাবের দু-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।

দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানান, বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ দিকে ‎রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে সকাল থেকে সভায় বসেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা। ‎

সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা