হোম > রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন করেছে পরিবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও আবেদন করেছে তাঁর পরিবার। এই সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এই খবরটি নিশ্চিত করেছেন। তারা বলছেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর কথা বলছেন। চিকিৎসকদের পরামর্শে আবারও তাঁর পরিবার সরকারের কাছে আবেদন করেছে।

আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত সপ্তাহে শামীম ইস্কান্দরের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সেটি আমরা নিয়ম মেনে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাদের মতামত পাওয়ার অপেক্ষায়।’  

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এটা ঠিক বলতে পারব না। আমি দুই দিন ধরে অসুস্থ আছি।’ 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত শনিবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে নিতে হয়েছে। 

করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় তখন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার অনুমতি পেতে ৫ মে সরকারের কাছে আবেদন করে তাঁর পরিবার। তবে সেই আবেদনে সরকারের পক্ষ থেকে সাঁড়া মেলেনি।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ