চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটের ফলাফল বাতিল এবং পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এক আবেদনে এই দাবি জানান তিনি।
পটিয়ার ৮৫টি কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির অভিযোগ আনেন নৌকার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। সেই সঙ্গে তাঁর প্রতীক মোমবাতির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
এ ছাড়া নৌকার কর্মীরা প্রকাশ্যে মোমবাতির কর্মীদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসনের যোগসাজশে একটি শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও জানান তিনি।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ছবি তুলে দায়িত্ব, কর্ম সেরেছে। ভোটকেন্দ্রের বিষয়ে তাঁদের মাথাব্যথা ছিল না।’
আগামীকাল সোমবারের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ইসলামী ফ্রন্টের এই নেতা।