নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতি বৃষ্টির কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আগামীকাল শনিবারের জনসভা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আগামী কালকের কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠের জন সমাবেশটি স্থগিতের নির্দেশ দিয়েছেন।
এতে আরও বলা হয়, উক্ত সমাবেশটি আগামী ১৪ অক্টোবর (শনিবার) বিকেল ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।