হোম > রাজনীতি

ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাফি-তাবিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জাগো বিদ্রোহী রণহুংকার ছাড়ি, আজি ভাঙিব স্বৈরাচারের মসনদ’-স্লোগানকে ধারণ করে তানজিমুর রহমান রাফিকে সভাপতি, তাবিব মাহমুদুল হককে সাধারণ সম্পাদক এবং শাহরিয়ার শিহাবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। 

আজ রোববার রাতে কমিটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক মেহেদী হাসান হৃদয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার রাজধানীর শাহবাগে কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম। 

এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাব্য কৃত্তিকা। পরদিন শনিবার পল্টনের একটি মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। 

কাউন্সিলে শোকপ্রস্তাব, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উত্থাপন ও এর ওপর আলোচনা-পর্যালোচনা হয়। আলোচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সংকট নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্র আন্দোলনের গতিপথ নির্ধারণ ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের ভিত্তি মজবুতকরণের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন তারা। 

কাউন্সিল শেষে ২টি পদ খালি রেখে ১৫ সদস্যের নাম ঘোষণা করে বিদায়ী কমিটির সভাপতি রেশমী সাবা। নতুন কমিটিতে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তিনি সম্মানিত সদস্য হিসেবে আছেন। এ ছাড়াও সদস্য হিসেবে আছেন বেনজির আহমেদ শাওন, নূর ইসলাম ও নাজিফা জান্নাত। 

এ ছাড়াও নতুন কমিটিতে অন্তু অরিন্দম সহসভাপতি, কে এম আব্দুল্লাহ আল নিশাত সহকারী সাধারণ সম্পাদক, মোত্তাকিন হাসান ওশান অর্থ সম্পাদক, মেহেদী হাসান হৃদয় দপ্তর সম্পাদক, ইবনে জিহাদ ফিহাম শিক্ষা ও গবেষণা সম্পাদক, মেরাজুল হক রনি প্রচার ও প্রকাশনা সম্পাদক, অনিন্দ্য চাকমা সাংস্কৃতিক সম্পাদক এবং পূণ্যময় খীসা ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা