সময় থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখনো সময় আছে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে ক্ষমা চান। আর অপকর্ম করবেন না। ক্ষমতা ছাড়ুন, নিজে ভালো থাকুন, দেশবাসীকে ভালো রাখুন। তাতে হয়তো আপনার জন্য ভালো হবে। জনগণের এবং আমাদের পাশে এবং দেশে থাকতে পারবেন।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর এ কথা বলেন। খালেদা জিয়া ও নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধনের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা গুম খুন করতে পারবে, জেলে ঢোকাতে পারবে কিন্তু দেশের মানুষের আহার নিবারণ করতে পারবে না। এই ক্ষমতা শেখ হাসিনার নাই। দেশে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সেই দুর্ভিক্ষ হাত থেকে দেশের মানুষ রক্ষা পাবে না।’
নির্বাচন কমিশনের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, নির্বাচন হবে না। সুতরাং চুপচাপ বসে থাকেন। কারও ইচ্ছা বাস্তবায়ন করার সুযোগ আপনাদের দেওয়া হবে না। ওদের (আওয়ামী লীগ) সাহস থাকলে নির্বাচন করুক, আমাদের ক্ষমতা থাকলে আমরা প্রতিরোধ করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাদের ওপর হাত তোলেন, আমাদের হাত আর পকেটে থাকবে না। প্রতিবাদ করার অধিকার আমাদের আছে। সাংবিধানিকভাবে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি।’
নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘এখন থেকে যেখানে আঘাত আসবে পাল্টা প্রতিরোধ করতে হবে, আঘাত করতে হবে। এই আঘাত করার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।’