হোম > রাজনীতি

জামায়াতের ঢাকা দক্ষিণের ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

হাইকোর্টের নির্দেশনা না মানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। গত ২৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই পরোয়ানা জারি করেন। 

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি জানান। 

জামায়াতের অপর দুই নেতা হলেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। 

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতা-কর্মী রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সরকারি কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করে। 

এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন। 

মামলা দায়েরের পর জামায়াতের এই তিন নেতা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার শর্তে তাঁদের জামিন দেন হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তাঁরা আদালতে আত্মসমর্পণ করেননি এমনকি কোনো ধরনের পদক্ষেপও নেননি। পরে মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার পর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন