হোম > রাজনীতি

রাজধানীর প্রবেশমুখে পুলিশের তল্লাশি, বিএনপির নেতা-কর্মীদের আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পথে পথে পুলিশি তল্লাশি ও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে পুলিশ বলছে, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন তল্লাশি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

সকাল থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এলাকায় তল্লাশি করছে পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মীদের পথে পথে গ্রেপ্তার, বাধা ও হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি দলের ১৩ জন নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছেন।

এদিকে পুলিশের এই তল্লাশি চলাকালে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে অভিযোগ করে বলছেন, দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত তাঁদের আটকে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

পুলিশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করছে না। কোথাও কোথাও নিরাপত্তামূলক তল্লাশি করা হচ্ছে।

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান