সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পথে পথে পুলিশি তল্লাশি ও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে পুলিশ বলছে, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন তল্লাশি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
সকাল থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এলাকায় তল্লাশি করছে পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মীদের পথে পথে গ্রেপ্তার, বাধা ও হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি দলের ১৩ জন নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছেন।
পুলিশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করছে না। কোথাও কোথাও নিরাপত্তামূলক তল্লাশি করা হচ্ছে।