হোম > রাজনীতি

গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের গুম হওয়া এবং পরবর্তীতে ভারতে তাঁর সন্ধান পওয়া এবং দীর্ঘদিন সেখানে অবস্থান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে নেতিবাচক কথাও বলেছেন। তিনি কেন গুম নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দিচ্ছেন না, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অবশ্য এ ধরনের প্রশ্ন তোলার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দেন সালাহউদ্দিন আহমেদ।

শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন— তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমদ, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হওয়ার কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী।

২০১৫ সালের শুরুর দিকে সালাহউদ্দিন অপহৃত ও ‘গুম’ হন। স্ত্রী হাসিনা আহমেদ তাঁর মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন, এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুমসংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহউদ্দিন আহমেদ।

আরও খবর পড়ুন:

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা