হোম > রাজনীতি

কিছু লোক চাঁদাবাজি করে ‘আব্বাসের লোক’ পরিচয় দিচ্ছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

ষড়যন্ত্র ও অপবাদ দিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে সজাগ থেকে নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

‘চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির’—এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আব্বাসের লোক।’

তিনি বলেন, ‘আমার কোনো ভাই ব্রাদার আত্মীয়স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মীর মির্জা আব্বাসের কোনো বন্ধু চাঁদাবাজ হতে পারে না।’

মির্জা আব্বাস বলেন, ‘চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।’

বাংলাদেশে বিএনপির সমর্থক ও ভোটারেরা অনেক বেশি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই সুনামকে ক্ষুণ্ন করার জন্য এক শ্রেণির লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন বিএনপির নামে ভালো কোনো কথা বেশি লেখা হয় না। একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। এটা আমাদের প্রতিহত করতে হবে।’

দলে নতুন সদস্য ও অন্তর্ভুক্ত করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কোনো খারাপ লোককে সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার গোয়াল খালি থাক কিন্তু কোনো দুষ্টু গরু জায়গা দেওয়া যাবে না।’

এনসিপিতে আসিফ মাহমুদ, হলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

‘আমরা নতুন করে শুরু করব’, কী বোঝালেন মাহফুজ আলম

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী হেলাল উদ্দিন

অবশেষে এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন

প্রয়োজনীয়সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা

এবারের নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: তাহের

জেপির মঞ্জুর পর নির্বাচন বর্জন করলেন রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রায় দুই দশক পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান