আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার (৯ মে) বেলা ২টা ৩০ মিনিটের দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে পল্টন মোড়ে গণমিছিল শুরু হয়। এতে জিরোপয়েন্ট-কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর যখন গণঅধিকার পরিষদ মিছিল বের করে, তখন পুলিশ হামলা চালিয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করেছে। ডিএমপির এসি মহসিন এই মারধর করেন।’
তিনি বলেন, ‘এই সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ ডাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’