বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তাঁকে ভর্তি করা হয়।
এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘বুধবার রাতে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে বলেন, ‘তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছেন। আমরা গাজীপুরবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করি।’
জানা গেছে, এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ। তাঁর বর্তমান বয়স ৭২ বছর। অসুস্থতার কারণে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০১৫ সালে তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় তিনি তিন বছর কারাবাসে থাকেন। কারাবাসে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেলেও অসুস্থতার কারণে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেননি।