দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে চলা গণ-অনশনে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন চলাকালীন বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
দুই গ্রুপের হাতাহাতির ভিডিও ধারণের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার ক্যামেরাপারসন ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ ছাড়া তাঁদের ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টা করেন নেতা-কর্মীরা।
শনিবার সকাল থেকে চলা গণ-অনশনে বিএনপির অঙ্গসংগঠনসহ সমমনা দলগুলো একাত্মতা প্রকাশ করেছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত শনিবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।