হোম > রাজনীতি

ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত: রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনে তাদের (ভারত) অন্তরে অনল দহন চলছে, অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা।’

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই রাজ্য হাত ফসকে গেছে। বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল।’

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দেশে স্বস্তি-শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। দেশের চারদিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন-উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষের কাঁধ থেকে দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজালে ঘেরা। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোঁটাও নেই। এ কারণে তারা বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস–ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।

রিজভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণ ঘটেনি। কিন্তু পাশের দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করতে ভারত উঠেপড়ে লেগেছে।

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ