হোম > রাজনীতি

ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত: রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনে তাদের (ভারত) অন্তরে অনল দহন চলছে, অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা।’

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই রাজ্য হাত ফসকে গেছে। বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল।’

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দেশে স্বস্তি-শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। দেশের চারদিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন-উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষের কাঁধ থেকে দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজালে ঘেরা। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোঁটাও নেই। এ কারণে তারা বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস–ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।

রিজভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণ ঘটেনি। কিন্তু পাশের দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করতে ভারত উঠেপড়ে লেগেছে।

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট