হোম > রাজনীতি

১/১১-র কুশীলবরা ফের সক্রিয়, নেতা-কর্মীদের সতর্ক থাকতে বললেন কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে রমজানে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে বৈঠকে নেতাদের জানান ওবায়দুল কাদের। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে।’ 

১/১১-র কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে বলে বৈঠকে নেতা-কর্মীদের বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগ দিয়েছে বলেও জানান তিনি। তারা যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন কাদের।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। তাঁদের বলা হয়, ‘রমজানে বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কিন্তু আওয়ামী লীগকে তাদের কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না। ইফতার ও ঈদসামগ্রী বিতরণে মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে।’ 

এদিকে বৈঠকে আওয়ামী লীগের দুজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলেন। তাঁদের একজন প্রথম আলোকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেক না বুঝেই তাদের কর্মকাণ্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে।’ 

বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দেওয়ার পাশাপাশি সহযোগী সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের