হোম > রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এতে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত কিছু বলেছেন কি-না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘না, না, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’

রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘চেয়ারপারসন কেমন আছেন, উনি (তার) খোঁজ-খবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয়ে তো সবাই অবগত। ওনার জেলে থাকার পেছনে যে কারণ, সেটা সবারই তো জানা আছে।’

বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে রাষ্ট্রদূত কী বলেছেন, জানতে চাইলে বিএনপির এ নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের সবকিছু তো ওরা জানেই। এখানে নতুন করে বলার কিছু নাই। সবাই তাকিয়ে আছে বাংলাদেশে কী হচ্ছে, নির্বাচন কোন দিকে যাচ্ছে, (সেদিকে)।’

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা