ঢাকা: রোববার দুপুরে মোহাম্মদপুরের রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। গ্রেপ্তার হওয়ার নিজের ভেরিফাইড পেজে হেফাজত নেতা সাখাওয়াত হোসাইন রাজির গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট করেন তিনি। সেটাই ছিল গ্রেপ্তার হওয়ার আগে তার শেষ পোস্ট।
ওই পোস্টে মামুনুল লিখেছেন, ‘আমার প্রিয় এই বন্ধু (সাখাওয়াত রাজি) এখন বন্দি জালিমের জিন্দানখানায়। বন্দি আরো অনেকেই। আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ’।
তিনি বলেন, ‘আমাদের মঞ্জিল বহু দূর। আমরা সাহস হারাই না। আমরা জানি, সত্যের এ পথ কুসুমাস্তীর্ণ নয়। কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবিলায় আমরা ফোটাই সত্য-সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইলফলক। আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব। আমরা তো জেল-জুলুমই নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দানখানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যগ আর কুরবানীর’।