হোম > রাজনীতি

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুলের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি ও নাগরিক ঐক্যের নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্নার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। রাজনৈতিক দেউলিয়াপনা থেকেই তারা এ ধরনের বক্তব্য রাখছেন। লঞ্চ দুর্ঘটনার ঘটনায় তদন্ত হচ্ছে। তদন্তে যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ 

আজ শনিবার বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে এইচডি সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

তথ্য মন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর আগে মাহমুদুর রহমান মান্না ছয়বার দল বদল করেছেন। সেটা কি কারণে করেছেন, দেশে সুশাসনের অভাবে? বিএনপির অনেকে দলবদল করে খোলস পাল্টিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খোলস বদলিয়েছে। এটা কী  সুশাসনের অভাবে করেছে? আসলে এ ধরনের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া কিছু নয়।’

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু কর্নার ও রং তুলিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। 

উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনার বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব বলেছেন, ‘জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে দেশ পরিচালনার জন্যই দেশব্যাপী হত্যা, গুম, খুন, অপহরণের পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।’ এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এটিই হচ্ছে এই অবৈধ স্বৈরাচার সরকারের কথিত উন্নয়নের চিত্র। দুর্নীতিবাজ, ফ্যাসিবাদী শাসনের আগুনে পুড়ে অঙ্গার হওয়া এক দেশে আমরা বসবাস করছি।’

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা