হোম > রাজনীতি

বাসদ নেতা মুবিনুল হায়দার চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বাসদের (মার্ক্সবাদী) পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে ও নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ারের পরিচালনায় সভায় বক্তব্য দেন জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, মাসুদ রেজা, রাজু আহমেদ ও তসলিমা আক্তার বিউটি।

বক্তারা বলেন, ‘কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর সংগ্রামের ফলে বাংলাদেশে মার্ক্সবাদের এক সঠিক উপলব্ধি ও জীবনব্যাপী চর্চার আন্দোলন শুরু হয়। জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা ও পরবর্তী স্পষ্ট অবস্থানের ফলে দলের প্রতি মানুষের আগ্রহ বাড়ার এই সময়ে কমরেড মুবিনুল হায়দারের অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করছি।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুবিনুল হায়দার চৌধুরীর ভূমিকা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময়ে কমরেড মুবিনুল হায়দার সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলো ঘুরে ঘুরে পার্টির পক্ষ থেকে ত্রাণকার্য পরিচালনা করেন এবং প্রশিক্ষণ শিবিরগুলোতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই সময়ে তিনি একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন।

ভোটের রাজনীতি: বড় দলে বিলীন ছোটরা

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

তারেক রহমানকে ‘কটূক্তি’ করা ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে বলল বিএনপি

জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ

আমি কোনো স্বপ্নের কথা বলিনি, বাস্তব পরিকল্পনার কথা বলেছি: তারেক রহমান

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

তাসনিম জারার পদত্যাগের পর তিন এনসিপি নেত্রীর রহস্যময় পোস্ট

তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট

চট্টগ্রামে বিএনপির প্রার্থী বদলে সীতাকুণ্ডে আসলাম, বন্দরে আমীর খসরু