হোম > রাজনীতি

জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার শেষ চেষ্টায় বিদেশ সফরে প্রধানমন্ত্রী: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর সরকারের ক্ষমতায় থাকার শেষ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী সফরে বেরিয়েছেন। তারা (সরকার) আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। তাঁর (প্রধানমন্ত্রী) এই সফর হচ্ছে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা। দেশে-দেশে, দুয়ারে-দুয়ারে ধরনা দিচ্ছেন।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

খসরু বলেন, দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। জনগণকে নিয়ে রাজনীতি করা যায়, এটা আওয়ামী লীগ বিশ্বাসই করতে পারে না। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে ৷ রাজনৈতিকভাবে তারা আজকে পরাজিত হয়ে বিদেশিদের পেছনে ধরনা দিচ্ছে।

আমীর খসরু আরও বলেন, ‘আমি আওয়ামী লীগকে সরকার বলি না। কারণ এখানে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা মিলে চক্র করেছে, তারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে। এই সংঘবদ্ধ চক্র এখন ক্ষমতায় থাকার জন্য ধরনা দিচ্ছে। কিন্তু একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে ঘুরে বেড়ান, কোনো লাভ হবে না। পরাজিত হতে হবে। মুক্তিযুদ্ধে দেশের মানুষ জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে জয়ী হয়েছে,.... তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জয়ী হতে পারে না। আওয়ামী লীগ যদি এখনো দেয়ালের লিখন পড়তে না পারে, তাহলে তাদের জন্য দুঃখ আছে।’ 

নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আজকে এমন একজন রাষ্ট্রপতি হয়েছেন যে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে। এটা নিয়ে আপনি কী মন্তব্য করবেন। এটা নিয়ে মন্তব্য করার মতো কিছু আছে? একটা অনির্বাচিত, দখলদার সরকার ক্ষমতায় থাকলে এটাই হবে, তা-ই স্বাভাবিক। কে কোথায় যাবে, কার কী সম্মান, তা থাকবে না।’ 

আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা