করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করার পর তাকে বাসায় আনা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ খবর জানান।
রাত ৯ টা ২০ মিনিটে খালেদা জিয়া বাসা থেকে হাসপাতালের উদ্দেশে বের হন। সেখানে সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। জানা গেছে, খালেদা জিয়ার সামান্য জ্বর রয়েছে। সিটি স্ক্যানে ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ ধরা পড়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী। ফিরে এসে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ঠিক আছে। তার রক্ত পরীক্ষার প্রতিবেদনও ভালো এসেছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে একটু জ্বর উঠেছিল, কিছুক্ষণ ছিল।’