নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জনগণ জেগে উঠেছে। এ সরকারের সময় শেষ, তাই বেসামাল হয়ে উল্টাপাল্টা বলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার রাতে রাজধানীতে মশাল মিছিল শেষে রিজভী এ মন্তব্য করেন। মিছিলটি নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।’
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল নেতা শান্ত ও নাসির প্রমুখ অংশ নেন।