হোম > রাজনীতি

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় হেফাজতের মিছিল, যান চলাচল কম

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে হেফাজত। এর মধ্যে গতকাল শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় আরো পাঁচজন নিহত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছে বাম এবং ইসলামি দল ও সংগঠনগুলো।

আজ রবিবার সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্ব পয়েন্টে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে ব্যানারসহ মিছিল বের করতে দেখা গেছে।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের হয়। এসময় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

সেই মিছিলে রয়েছেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।

এছাড়া লালবাগ ও কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদরাসার শিক্ষার্থীরা। কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুরের মাদরাসার সামনে পুলিশ অবস্থান করছে। চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন এবং সড়ক অবরোধ করে মিছিল করেন।

গাবতলী, মজাররোডে পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি রাস্তার মোড়ো পুলিশ মোতায়েন রয়েছে। সাধারণ মানুষ প্রতিদিনের মতো কাজে বেরিয়েছেন। যদিও যানবাহন স্বাভাবিকের তুলনামূলক কম।

ভোরে হানিফ ফ্লাইওভারে মেডিক্যাল প্রান্তের দিকে পিকআপ উল্টে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না থাকলেও যাত্রবাড়ী থেকে আসা গাড়িতে যানজট দেখা গেছে। তবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মি‌ছিল বের করে হেফাজত নেতাকর্মীরা।

সকাল থেকে কুড়িল, বসুন্ধরা, বারিধারা বাড্ডা সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও এখন চিত্রটা বদলেছে। গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। কিছু প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা চলছে এই সড়কে। এসব এলাকার প্রতিটি মোড়ে মোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। হরতাল সমর্থকদের কাউকে দেখা যায়নি। বাড্ডা ভাটারা এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান