হোম > রাজনীতি

বিএনপি হচ্ছে শীতের পাখি: হাছান মাহমুদ

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হচ্ছে শীতের পাখি। শীত এলে অতিথি পাখিরা যেমন এ দেশে এসে মাছ খেয়ে, ধান খেয়ে মোটা হয়ে চলে যায়; তেমনি বিএনপির নেতা-কর্মীদেরও শুধু ভোটের সময় দেখা যায়। সারা বছর আর তাদের দেখা যায় না। তারা মানুষের জন্য নয়, শুধু নিজেদের জন্য রাজনীতি করে।’

আজ রোববার বেলা দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘১৪ বছর আগে সৈয়দপুরসহ রংপুর অঞ্চলের চেহারা দেখেন, আর আজকের চেহারা দেখেন। অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলেই লুটেপুটে খায়।’ 

মন্ত্রী বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তথা সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, সাংবিধানিক নিয়মে সময়মতোই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে তারা নৌকার বিজয় ঠেকাতে পারবে না।’

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় স্থানীয় ফাইভ স্টার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় অন্যদের মধ্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় রেস্টহাউসে রংপুর বিভাগের আট জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী