হোম > রাজনীতি

ভোটে হস্তক্ষেপ করলে নৌকা হটাও আন্দোলন: রংপুরে জিএম কাদের

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ হলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে।’

আজ বৃহস্পতিবার রংপুর-৫ আসনের মিঠাপুকুর কলেজ মাঠে লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচন করলেও দোষ–না করলেও দোষ। এ অবস্থায় বিশেষ পরিস্থিতি এবং অবাধ–নিরপেক্ষ নির্বাচনের শর্তে আমরা অংশ গ্রহণ করেছি, কিন্তু ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাঁরা শুধু রংপুর-৩ আসনে প্রার্থী প্রত্যাহার করেছে, অন্য ২৫টি আসনে স্বতন্ত্রের নামে মুখোশ পড়া আওয়ামী লীগের প্রার্থী বহাল রেখেছেন। এজন্যই বলি, লাঙ্গলে ভোট দিয়ে নৌকা হটাও আন্দোলন গড়ে তুলতে হবে। ট্রাক–ঈগল মার্কার মুখোশধারী আওয়ামী লীগদেরও হটাতে হবে।’

জিএম কাদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের তুলনায় আওয়ামী লীগের ক্ষতি বেশি হবে। এ কারণে বলি, নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করলে রংপুর থেকে নৌকা হটাও আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ৭ জানুয়ারি লাঙ্গলে ভোট দিয়ে প্রমাণ করতে হবে, লাঙ্গল পাগল মানুষ জেগে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা ভালো নেই। আপনাদের মাসে ১০ হাজার টাকা আয় হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আয় হয় ১০ কোটি টাকা। ডলারের দাম উঠেছে ১৫০ টাকা। নির্বাচনের পর কী হবে, কেউ কিছুই বলতে পারছে না।

আওয়ামী লীগের অনেকে বলেন, জাতীয় পার্টি নেই। তাদের বলি, ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং ডিএনএ টেস্ট করা প্রশাসনে পরিবর্তন এনে নির্বাচন করুন–দেখবেন জাতীয় পার্টি আছে কি না।’

সমাবেশে বিশেষ অতিথি রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য নির্বাচন করছি। কোনো ধরনের অনিয়ম করা হলে আমরাও এর কঠোর জবাব দিতে বাধ্য হব।’

তিনি তাঁর ছোট ভাই আনিছুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দুই বার মেয়র হয়েছি। আনিছুর রহমানের শরীরে একই রক্ত আছে। সেও আমার মতো আপনাদের পাশে থাকবে এতে কোনো সন্দেহ নেই।’

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’