হোম > রাজনীতি

বিএনপির গণ-অনশনে সমমনাদের একাত্মতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির গণ-অনশনে একাত্মতা জানিয়েছে ২০ দলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গণ-অনশনে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ হবে না। সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি শেষ কর্মসূচি নয়। যত দিন না সরকার চাপে পড়ছে, এই ধারা অব্যাহত থাকবে। 

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেন, তাহলে বাংলাদেশের রাজনীতি এক দিকে যাবে। আর যদি সুযোগ না দেন, তাহলে অন্য দিকে যাবে। তখন কোনোভাবেই সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন না।' 

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গণ-অনশন শুরু করে বিএনপি। শনিবার সারা দেশের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। 

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের