হোম > রাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। একটি মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ রোববার বিকেলে মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন।

 তিনি জানান, ভর্তির পর শনিবার রাতে বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আলোচনা করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। আজও (রোববার) বোর্ডের চিকিৎসকেরা বসবেন। সব বিষয় পর্যালোচনা করা হবে। নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা দরকার কি না, সে বিষয়ে পরামর্শ আসবে। 

সব মিলিয়ে খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, না খারাপ আছেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি এখন সিসিইউতে আছেন।’ 

এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে নিতে হয়েছে। করোনায় আক্রান্ত হলে চলতি বছরের ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় প্রায় দুই মাস পরে বাসায় ফেরেন তিনি। বাসায় থেকেই করোনার দুই ডোজ টিকা নেন। চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে এলেও আইনি বাধায় তা সম্ভব হচ্ছে না।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ