হোম > রাজনীতি

সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ ইনসানিয়াত বিপ্লবের

আজকের পত্রিকা ডেস্ক­

গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনে নিবন্ধিত ইসলামপন্থী দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দলটির গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত সমাবেশ করার কথা ছিল বলে জানান তিনি।

সমাবেশ বন্ধের প্রতিবাদ জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, ‘ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সরকার গণতন্ত্র হত্যাকারী ও নাগরিকত্ব হরণকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে অন্তর্বর্তী ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। কেবল প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উৎখাত ও রাষ্ট্র জবরদখল হবে।’

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান বলেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ কর্মসূচি পালন সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। বাক-স্বাধীনতা হরণ করে কেবল ধর্মের নামে গণতন্ত্রবিরোধী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন মহল জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট হয়ে দেশ-দ্বীন, জীবন-গণতন্ত্র ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে তাঁদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না; বরং তাঁদের মাধ্যমে রাষ্ট্র ও গণতন্ত্র কেবল ধ্বংস হবে।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ