হোম > রাজনীতি

পরিবর্তনের অপেক্ষা করছি: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পরিবর্তনের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের। আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করা যায়, সংগ্রাম করে, লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ঈদ আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঈদ আড্ডায় রাজনীতিকেরা সাড়া দিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। আশা করি আজকের এই আড্ডায় নতুন করে আশা তৈরি হবে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা জেগে ওঠে আমরা এমন একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজ। যে স্বপ্ন আমরা ১৯৭১ এ দেখেছিলাম। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আরও বেশি করে আশার সৃষ্টি করি, মানুষের মনে আশা জাগাই।’ 

অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকেরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে সব দলেরই কিছু না কিছু নিজস্ব মত থাকবে। সেই মতকে আমাদের সম্মান করতে হবে। শত্রুভাবাপন্ন মনোভাব পরিহার করে আমরা যদি বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি, তাহলেই রাজনীতিতে সুবাতাস বইবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ আরও অনেকে অংশ নেন।

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট