ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন সংবাদ প্রকাশ হওয়ার পরে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এতে প্রাণ হারান দলটির অনেক নেতা–কর্মী। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলেছে দলটি।
আজ শনিবার রাতে আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থক, যাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে; যাঁদের পরিবারের সদস্যদের খুন করা হয়েছে; ভুক্তভোগীরা তাঁদের বার্তা ভিডিও করে মেইল করুন opinion@albd.org এই–মেইলে।
ভিডিওতে নেতা-কর্মী ও সমর্থকদের নাম, জেলা, উপজেলা/মহানগর এবং ওয়ার্ড উল্লেখ করার পাশাপাশি রাজনৈতিক পদবি থাকলে সেটিও উল্লেখ করতে বলা হয়েছে।