হোম > রাজনীতি

মনোনয়ন ফরম বিতরণের সময় বাড়াল জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও তা আগামীকাল শুক্রবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আগামীকাল শুক্রবারও চলবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।’

এর আগে গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের কার্যক্রম শুরু করে জাতীয় পার্টি। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদসহ ওই বলয়ের কেউ এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বনানীর কার্যালয়ে মনোনয়ন বোর্ড তাঁদের সাক্ষাৎকার নেবে। আগামী ২৬ নভেম্বর রোববার পর্যন্ত এই সাক্ষাৎকার চলবে। জাপার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২৪ নভেম্বর শুক্রবার শুরুর দিন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর রোববার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা