হোম > রাজনীতি

গুন্ডাপান্ডা দিয়ে সরকার পতন হবে না: মায়া

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাম্মেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রাজপথে যদি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে কিন্তু ভালো হবে না। বাংলার জনগণ আপনাদের সঙ্গে নেই, কিছু ত্যাগী নেতা-কর্মী ও গুন্ডাপান্ডা ছাড়া। এসব দিয়ে সরকার পতন হবে না। শেখ হাসিনার সরকার বটগাছ। আপনাদের মতো বড়ই গাছ দিয়ে বট গাছ ঠেলা দেওয়া যাবে না।’ 

আজ শনিবার বিকেলে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়ার মরণোত্তর বিচারের দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। 

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মোজাম্মেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘অনেক করছেন ফখরুল ভাই। মিথ্যা কথা আর কত বলবেন? কয়েক দিন পর পর আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যান। দোয়া করি, সুস্থ থাকেন। কিন্তু তবুও আপনি বারবার মিথ্যা কথা বলেন। সকাল বেলা ঘুম থেকে উঠেই শুরু করেন। আর ঘুমান গিয়া মিথ্যা কথা দিয়া। এই মিথ্যার মধ্য দিয়ে আপনি কখনো বাংলার মানুষকে আপনার পক্ষে নিতে পারবেন না। আপনারা যে মিছিল, মিটিং পদযাত্রা শুরু করেছেন, এগুলোতো আমাগো সৃষ্টি। যে স্লোগান সেগুলো আওয়ামী লীগ দিছে। এগুলোর মাস্টার আমরা। আর আপনারা ছাত্র হয়ে শুরু করছেন।’ 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শান্তি সমাবেশ হলে মানুষ খুশি হওয়ার কথা। শান্তির কথা শুনলে বিএনপির গা জ্বালা করে কেন, আমি বুঝতে পারলাম না। সারা পৃথিবী শান্তির জন্য পাগল। আমরা যখন শান্তির কথা বলি, জনগণের জান মাল রক্ষার জন্য বলি, রাজপথে থাকি তখন তাঁদের গা জ্বালাপোড়া করে।’ 

শান্তি সমাবেশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামিমসহ মহানগর উত্তর ও উত্তরার স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না: মাহমুদুর রহমান মান্না

হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির