হোম > রাজনীতি

খালেদা জিয়ার পাশে জামায়াত

নিজস্ব প্রতিবেদেক

ঢাকা: অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দু:সময়ে তার পাশে দাঁড়িয়েছে দলটির বন্ধু সংগঠন জামায়াতে ইসলামী। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে আহ্বান জানিয়েছে তাঁরা।

আজ সোমবার এক বিবৃতিতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জেনে উদ্বিগ্ন। যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকারের যদি মানবিক বিবেচনাবোধ থাকে তাহলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স ও নানা জটিল রোগের কথা বিবেচনা করে তাঁকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত।’

এরইমধ্যে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন না মঞ্জুর করা হয়েছে । রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ এপ্রিল করোনা পজটিভ হওয়ার পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিদেশে চিকিৎসা করানোর সুপারিশ করে মেডিকেল বোর্ড। সে সুপারিশ বাস্তবায়নে ৬ মে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করে খালেদার পরিবার। আবেদনটি এরপর আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে আইনী মতামত দিয়ে আবেদনের নথি রোববার পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ