দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আজ রোববার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমান এসকিউ-৪৪৬ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ২৪ মে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে যান কাদের।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাদেরকে স্বাগত জানান জাপা নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, অ্যাডভোকেট জহিরুল হক জহির, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার, আলমগীর হুসেইন জুলফিকার, ইউনুছ রানা, ফয়সাল হাসান।