হোম > রাজনীতি

তারেক রহমানের কথামতো জামায়াত আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইবনে সিনা হাসপাতালে শফিকুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে হাসপাতালে যেতে বলেছেন, সে জন্য তিনি এসেছেন।

আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান আমাকে এখানে আসতে বলেছেন। বাংলাদেশের রাজনীতির এই কঠিন সময়ে তাঁর সুস্থ হওয়াটা খুব জরুরি বলে জানিয়েছেন তারেক রহমান। তাঁর কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে আমরা ওনাকে দেখতে এসেছিলাম। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ওনারা (বিএনপির প্রতিনিধিদল) কষ্ট করে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন। এ জন্য তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানিয়েছেন।’

এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে তাঁকে সেখান থেকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’