আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব আশরাফ মাহাদীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে বেলা ২টা ৪০ মিনিটের দিকে এই সমাবেশ শুরু হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর জুলাই মঞ্চে সর্বস্তরের জনসাধারণের যোগদান দেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নামাজের পর সমাবেশ স্থলে এনসিপির ও বিভিন্ন সংগঠনের নেতারা আসতে থাকেন। বেলা আড়াইটার পর সমাবেশ শুরু করেন এনসিপির নেতারা।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দিতে থাকেন। সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন তাঁরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান তাঁরা।