হোম > রাজনীতি

বর্তমান সরকারের উন্নয়ন গোরস্থানে আলোকসজ্জার মতন: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের উন্নয়ন গোরস্থানে আলোকসজ্জার মতন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বর্তমান সরকারের উন্নয়ন গোরস্থানে আলোকসজ্জার মতন উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার সারাদিন বলে গণতন্ত্রকেই চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নয়ন। মানে উন্নয়নের জন্য গণতন্ত্র। অনেক বড় বড় বিল্ডিং, মেট্রোরেল, আন্ডারপাস, এক্সপ্রেসওয়ে অনেক কিছু হচ্ছে। যদিও অনেকগুণ বেশি অর্থ খরচ করে তৈরি হচ্ছে। সীমাহীন দুর্নীতিও হয়েছে। এমন উন্নয়ন গোরস্থানে আলোকসজ্জার মতো। এমন উন্নয়ন আমরা চাই না।’

জনগণের মাথাপিছু ঋণের বোঝা বাড়ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বৈদেশিক ঋণের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারর অতিক্রম করেছে। ঋণ করে ঋণ শোধ করতে হচ্ছে। ঋণ শোধ করার ক্ষমতাও আমরা হারিয়েছি। ঋণ শোধ করতে হলে আমাদের আবার ঋণ করতে হচ্ছে।’

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘উদ্দেশ্য বা নিয়ত সৎ থাকলে সমস্যার সমাধান অসম্ভব কিছু নয়। বাংলাদেশের মানুষ বারবার অনেক ত্যাগ স্বীকার করেছে। প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করবে। কিন্তু তারা এর জন্য নির্ভরযোগ্য, বিশ্বস্ত নেতৃত্ব চাই। সেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে।’

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন মওলানা ভাসানীর নাতি

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মনজিলা ঝুমার

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার যে ব্যাখ্যা দিলেন নাহিদ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে তারেক রহমানের সই

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম