হোম > রাজনীতি

জঙ্গিবাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে বিএনপি: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি জঙ্গিবাদের রাজনীতির পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে।’ আজ শনিবার বিকেলে ৯০-এর গণ–অভ্যুত্থানে শহীদ জাসদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপির ক্ষমতা পুনর্দখলের আন্দোলন দেশকে সংবিধানের বাইরে ফেলে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং জঙ্গিবাদীদের রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করার পথে এগোচ্ছে। অসাংবিধানিক সরকার আনার অপরাজনীতি রুখে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানই দেশের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার প্রধান কর্তব্য।’

১৪ দলীয় জোটকে সক্রিয় করার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘১৪ দলকে সক্রিয় করা এবং রাজপথে ঐক্যবদ্ধ শক্তির সমাবেশ ঘটানোর জন্য ১৪ দলের শরিকদের মধ্য থেকে বড় দলের অহমিকা ও ছোট দলের হীনমন্যতা ঝেড়ে ফেলতে হবে।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘সমাজতন্ত্রের আদর্শের শক্তিতে বলীয়ান হয়েই ডা. মিলন আত্মবলিদানের পথে এগিয়ে যাওয়ার দুঃসাহসিকতা অর্জন করেছিলেন।’

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ প্রমুখ। 

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা